Sunday, March 29, 2020

ফিলিপাইনে চিকিৎসা সামগ্রী নিয়ে বিমান বিধ্বস্তে নিহত ৮

ফাতেহ ডেস্ক

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় জরুরী চিকিৎসা সামগ্রী নিয়ে উড্ডয়নের সময়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় নিহত হয়েছেন দেশটির রেডক্রসের প্রধানসহ ৮ জন।

লায়ন এয়ারের উড়োজাহাজটি ম্যানিলা থেকে জাপানের হেনাডা যাচ্ছিল। উড়োজাহাজটিতে তিনজন চিকিৎসক, একজন রোগি ও তার আত্মীয় এবং ফিলিপাইন রেডক্রসের প্রধান, সিনেটর রিচার্ড গর্ডন ছিলেন।

এছাড়াও ছিলেন তিনজন ফ্লাইট ক্রু। ফিলিপাইন বিমানবন্দরের পরিচালক এড মনরিয়াল বলেন, এদের মধ্যে একজন মার্কিন, একজন কানাডিয়ান ও বাকিরা ফিলিপাইনের নাগরিক। এদের কেউ বেঁচে নেই বলে তিনি নিশ্চিত করেন। সামরিক বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষ আলাদাভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে বলে জানান তিনি।

-এ

The post ফিলিপাইনে চিকিৎসা সামগ্রী নিয়ে বিমান বিধ্বস্তে নিহত ৮ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0/

No comments:

Post a Comment