আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্থানে যুদ্ধরত চার ন্যাটো সেনা করোনাতে আক্রান্ত হয়েছে বলে ২৫ মার্চ ন্যাটো নিশ্চিত করেছে। খবর আনাদুলু এজেন্সি।
আফগানিস্থানে ন্যাটোর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান আরএস জানায়, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে চার ন্যাটো সদস্য করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ নিশ্চিত হয়েছে। তবে ন্যাটো রেজুলেশন অনুযায়ী তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।
কয়েকদিন আগে এই চার সেনা আফগানিস্থানে পৌছায়। উপসর্গ দেখা দিলে তাদেরকে আলাদা রাখা হয়। এবং পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে, তারা করোনাতে আক্রান্ত হয়েছে।
আক্রান্ত চার সৈন্য যাদের সাথে দেখা-সাক্ষাৎ করেছে, তাদেরকেও প্রয়োজন অনুযায়ী আইসোলেটেড করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।
The post আফগানিস্থানে চার ন্যাটো সেনা করোনাতে আক্রান্ত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8b/
No comments:
Post a Comment