Tuesday, March 31, 2020

করোনাভাইরাস : অনলাইনে বিবাহ নিবন্ধনের অনুমোদন ইন্দোনেশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসে যখন বিশ্বব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও প্রাত্যহিক রুটিনওয়ার্ক স্থগিত এবং সীমাবদ্ধ করা হয়েছে, তখন ইন্দোনেশিয়া অনলাইনে বিবাহ নিবন্ধন করার অনুমোদন দিয়েছে। খবর আনাদুলু এজেন্সি।

৩১ মার্চ ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা কামারুদ্দিন আমিন এক বিবৃতিতে বলেন, সরকারী সেবা অফিস বন্ধ থাকা সত্ত্বেও বিবাহ নিবন্ধন চলবে।

কামারুদ্দিন আমিন বলেন, এই সেবা শুধু তাদের জন্য, যারা অনলাইন নিবন্ধন-সেবা ঘোষণার আগে বিবাহ নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন।  সম্ভব হলে বিবাহের অনুষ্ঠান পরবর্তীতে সম্পন্ন করারও আহবান জানান তিনি।

এই আদেশের পূর্বে বিবাহ-অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছিল ইন্দোনেশিয়ার প্রশাসন।

উল্লেখ্য, দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্দোনেশিয়ায় করোনাতে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ১৩ জন মৃত্যুবরণ করেছেন। ১৫২৮ জন ব্যক্তি করোনাতে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে।

The post করোনাভাইরাস : অনলাইনে বিবাহ নিবন্ধনের অনুমোদন ইন্দোনেশিয়ায় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac/

No comments:

Post a Comment