Wednesday, March 25, 2020

হার্ট অ্যাটাকে সুদানের প্রতিরক্ষা মন্ত্রী জামাল ওমরের মৃত্যু

ফাতেহ ডেস্ক

সুদানের সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল জামাল ওমর (৫৯) বুধবার সকালে হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেছেন। দক্ষিণ সুদানের যুবা সফরে গিয়ে এই মন্ত্রীর মৃত্যু হয়।

খবরে জানানো হয়, সুদানের নিরাপত্তা বাহিনী সেদেশের রাজধানী খার্তুমে মন্ত্রীর মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করছে। মন্ত্রীর এই মৃত্যুতে সুদান সরকার এবং সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের মধ্যকার আলোচনা স্থগিত হয়ে গিয়েছে।

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পরে গঠিত প্রথম সামরিক সরকারের আমলে জামাল ওমর প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত হন।

২০১৭ সালের মার্চ মাস থেকে জামাল ওমর সুদানের সামরিক গোয়েন্দা অধিদপ্তরের দায়িত্ব পালন করছেন।

-এ

The post হার্ট অ্যাটাকে সুদানের প্রতিরক্ষা মন্ত্রী জামাল ওমরের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/

No comments:

Post a Comment