আন্তর্জাতিক ডেস্ক
জিম্বাবুয়ের হাজার হাজার নার্স ও ডাক্তার পিপিই ব্যতীত চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছে। খবর, ইন্ডিপেন্ডেন্ট।
২৭ মার্চ ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট তাদের প্রতিবেদনে জানায়, জিম্বাবুয়েতে ইতোমধ্যে তিনজন করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি একজন মারা গেছে। পার্শ্ববর্তী দেশ সাউথ আফ্রিকাতে ৭০৯ জন আক্রান্ত হয়েছে এবং তা দ্রুতই ছড়িয়ে পড়ছে।
জিম্বাবুয়ের হসপিটাল ও ডক্টর এসোসিয়েশনের প্রধান তাওয়ান্ডা বলেন, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা দিলে ডাক্তারটা করোনা মোকাবেলায় সামনের কাতারে থাকবে। বর্তমানে দেখা যাচ্ছে, কেউ গুরুত্ব দিচ্ছে না। অথচ ডাক্তাররা হ্যান্ডস গ্লাভস, মাস্ক ও গাউনের স্বল্পতায় ভুগছে।
জিম্বাবুয়ে নার্স এসোসিয়েশনের মহাসচিব বলেন, “আমাদের সদস্যরা মনে করছেন, সরকার তাদেরকে গুরুত্বের সাথে নিচ্ছে না। আমরা এই মারাত্মক মহামারী মোকাবেলায় নার্সদের ঝুকির মধ্যে ফেলতে পারি না।”
The post পিপিই সংকটে জিম্বাবুয়ের ডাক্তার ও নার্সদের কর্মবিরতি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0/
No comments:
Post a Comment