ফাতেহ ডেস্ক
করোনাভাইরাস সম্পর্কে গুজব ছড়ানোয় ৫০টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে তালিকা দিয়েছে পুলিশ। এ ছাড়া গুজব ছড়ানোর সঙ্গে জড়িত আরও ৮২টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, পেইজ ও সাইটে গুজব ছড়ানোর পেছনে কারা রয়েছে, তাদের খুঁজে বের করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে।
মঙ্গলবার পুলিশের এআইজি (মিডিয়া ও জনসংযোগ) মো. সোহেল রানা এক খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছেন। করোনার গুজব ছড়ানো ঠেকাতে পুলিশ বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান এআইজি।
এদিকে, করোনা সম্পর্কে গুজব ছড়িয়ে দেয়ার অভিযোগে চাঁদপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ডিএমপি এবং কিশোরগঞ্জের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া গুজব ছড়ানোর অভিযোগে আরও কয়েকজনকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলেও জানানো হয় ওই খুদে বার্তায়।
-এ
The post করোনা নিয়ে গুজব ছড়ানোয় বন্ধ হচ্ছে ৫০ অ্যাকাউন্ট appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9c%e0%a6%ac-%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%a8/
No comments:
Post a Comment