ফাতেহ ডেস্ক
প্রাণঘাতী করোনা ভাইরাসে গত একদিনে মঙ্গলবার (২১ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতে ৪৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। নতুন করে সুস্থ হয়েছেন ৮৩ জন ও মৃত্যুবরণ করেছেন ৩ জন। তারা সবাই এশিয়ান নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইট তাদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা সর্বমোট ৭ হাজার ৭৫৫ জন, সম্পূর্ণ সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪৩ জন ও মৃত্যুবরণ করেছেন ৪৬ জন।
করোনাভাইরাস নির্মূলের লক্ষে দেশব্যাপী জীবাণমুক্তকরণ অভিযানের প্রাথমিক রাউন্ডের সাফল্যের পর দুবাইতে গত ১৭ এপ্রিল থেকে জীবাণমুক্তকরণ অভিযানের মেয়াদ আরও ১ সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। সেইসাথে দেশটিতে ১৪ টি ড্রাইভথ্রু টেস্টিং সুবিধা চালু করেছে যেখানে প্রতিদিন হাজার হাজার করোনাভাইরাস পরীক্ষা করা যেতে পারে।
-এ
The post সংযুক্ত আরব আমিরাতে নতুন আক্রান্ত ৪৯০ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8/
No comments:
Post a Comment