Wednesday, April 22, 2020

সংযুক্ত আরব আমিরাতে নতুন আক্রান্ত ৪৯০

ফাতেহ ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে গত একদিনে মঙ্গলবার (২১ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতে ৪৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। নতুন করে সুস্থ হয়েছেন ৮৩ জন ও মৃত্যুবরণ করেছেন ৩ জন। তারা সবাই এশিয়ান নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইট তাদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা সর্বমোট ৭ হাজার ৭৫৫ জন, সম্পূর্ণ সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪৩ জন ও মৃত্যুবরণ করেছেন ৪৬ জন।

করোনাভাইরাস নির্মূলের লক্ষে দেশব্যাপী জীবাণমুক্তকরণ অভিযানের প্রাথমিক রাউন্ডের সাফল্যের পর দুবাইতে গত ১৭ এপ্রিল থেকে জীবাণমুক্তকরণ অভিযানের মেয়াদ আরও ১ সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। সেইসাথে দেশটিতে ১৪ টি ড্রাইভথ্রু টেস্টিং সুবিধা চালু করেছে যেখানে প্রতিদিন হাজার হাজার করোনাভাইরাস পরীক্ষা করা যেতে পারে।

-এ

The post সংযুক্ত আরব আমিরাতে নতুন আক্রান্ত ৪৯০ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8/

No comments:

Post a Comment