Thursday, April 2, 2020

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানকে ব্রিটেন-জার্মানির সহায়তা

ফাতেহ ডেস্ক

তিন দেশ করোনাভাইরাস মোকাবেলায় যৌথ আর্থিক সহযোগিতার মাধ্যমে ইরানে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ইনটেক্স সিস্টেম ট্রানজেকশনের মাধ্যমে (ইউরোপীয় দেশগুলোর ইরানের লেনদেনের বিকল্প পদ্ধতি) তেহরানে নিরাপদে তাদের সাহায্য পৌঁছে গেছে।

চলতি মাসের শুরুতেই উল্লিখিত তিন দেশ ইরানকে ৪০ লাখ পাউন্ডের একটি প্যাকেজ দেওয়ার ঘোষণা দেয়। এর মধ্যে রয়েছে করোনাভাইরাস শনাক্তের কিট এবং চিকিৎসকদের পোশাক ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম।

ইরানের সঙ্গে করা বিশ্বের পাঁচটি দেশের ও একটি সংস্থার পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে ২০১৮ সালে তেহনের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। তার পর থেকেই তেহরান বহির্বিশ্বের সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য কর্মকাণ্ড চালাতে পারছে না।

এমনকি ইরান যখন করোনাভাইরাসে বিপর্যস্ত তার মধ্যেও গত সপ্তাহে দেশটির কিছু ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন সরকার।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৫০ হাজার ৬৩৯ জন। মারা গেছে ৪৮ হাজার ২৮৯ জন। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন দুই আড়াই হাজারের বেশি।

সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪৬৮ জন। এর মধ্যে মারা গেছে ৩ হাজার ১৬০ জন। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭১১ জন।

-এ

The post নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানকে ব্রিটেন-জার্মানির সহায়তা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be-%e0%a6%89%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%87/

No comments:

Post a Comment