আন্তর্জাতিক ডেস্ক
বন্দী সদস্যদের শনাক্ত করে নিরাপদ স্থানে হস্তান্তরের জন্য তালেবানদের একটি বিশেষ প্রতিনিধিদল কাবুলে পৌঁছেছে। খবর, আলজাজিরা
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, বন্দীদের পরিচয় নিশ্চিতকরণ ও নিরাপদ স্থানে হস্তান্তরের বিষয়ে তিন সদস্যের টেকনিক্যাল টীম সহযোগিতা করবে।
আফগানিস্থানের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জাবিদ ফায়সাল বলেন, বন্দীবিনিময় প্রক্রিয়া সম্পন্ন হতে দেরী হয়ে গিয়েছে।
বিশ বছরের যুদ্ধ বন্ধ করতে ‘আফগান টু আফগান’ আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তালেবানরা বন্দীমুক্তিকে আফগান টু আফগান সংলাপের পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছে।
যদিও এ মাসের শেষেই বন্দীমুক্তি শুরু হওয়ার কথা, কিন্তু তালেবান ও কাবুল প্রশাসনের ভেতর মতভেদের কারণে তা পিছিয়ে যায়।
কয়েকদিন আগে কাবুল প্রশাসন তালেবানের সাথে সংলাপের জন্য প্রতিনিধি দল ঘোষণা করে, কিন্তু তালেবান আফগানের সকল পক্ষকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি অভিযোগ তুলে এই টিমের সাথে আলোচনায় অস্বীকৃতি জানায়।
The post বন্দীদের শনাক্ত করতে আফগানিস্থান তালেবান প্রতিনিধিদল appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97/
No comments:
Post a Comment