Monday, January 25, 2021

‘আমেরিকার দূতাবাস রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে’

ফাতেহ ডেস্ক:

মস্কোয় অবস্থিত আমেরিকার দূতাবাস রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন।

গ্রেপ্তারকৃত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির প্রতি সমর্থন জানিয়ে রাশিয়ায় বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং আমেরিকা বলেছে এ ধরনের সভা-সমাবেশ করার অধিকার রাশিয়ার জনগণের রয়েছে। এরপর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বক্তব্য দিলেন।

মস্কোর মার্কিন দূতাবাসের মুখপাত্র রেবেকা রস টুইটারের দেয়ো এক পোস্টে দাবি করেন, রাশিয়া জনগণের মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সমর্থন জানায়। তিনি আরো বলেছেন, বিক্ষোভ মোকাবেলার জন্য রাশিয়ার সরকার যে পদক্ষেপ নিয়েছে তা জনগণের এই অধিকার লঙ্ঘনের শামিল। এছাড়া, রাশিয়ায় অবস্থানরত মার্কিন জনগণের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস।

The post ‘আমেরিকার দূতাবাস রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/

No comments:

Post a Comment