Monday, January 25, 2021

‘মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে, উজ্জ্বল অর্থনীতি পাবে ইরান’

ফাতেহ ডেস্ক:

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার দেশের জনগণকে আশ্বস্ত করে বলেছেন, একতরফা ও অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে।

এখন দেশের জনগণের আস্থা রাখা উচিত যে, সরকার দেশের জন্য উজ্জল অর্থনীতি আনবে। মার্কিন অর্থনৈতিক যুদ্ধের পর এখন ইরানের সামনে ব্যবসার ক্ষেত্রে নতুন অধ্যায় খুলে যাবে।

রাজধানীতে সরকারের অর্থনৈতিক সমন্বয় বিষয়ক সদরদপ্তরে রবিবার অনুষ্ঠিত এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেছেন।

তিনি আশা করেন, ইরানের মুদ্রাস্ফীতি নাগালের মধ্যে আসবে এবং তেল ও তেল বহির্ভূত পণ্য রপ্তানি বাড়ার কারণে ইরানের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। ইরানের অর্থনীতির ইতিবাচক ধারা থামিয়ে দিতে বা এর গতি শ্লথ করতে শত্রুরা তাদের গণমাধ্যমের সাহায্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

ইরানি প্রেসিডেন্ট বলেন, তিনি জোরালোভাবে আশাবাদী যে, জনগণ শত্রুদের এই প্রচারণায় কান দেবে না বরং তারা দৃঢ়ভাবে নিজেদের তৎপরতা অব্যাহত রাখবে এবং সরকারের প্রতি আস্থা অটুট রাখবে যে, তারা দেশের অর্থনীতির উজ্জ্বল দিগন্ত দেখবে।

The post ‘মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে, উজ্জ্বল অর্থনীতি পাবে ইরান’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0/

No comments:

Post a Comment