ফাতেহ ডেস্ক:
ঈদুল আজহার চলাচলে সারা দেশে ২৪০টি সড়ক দুর্ঘটনায় ২৭৩ জন নিহত ও ৪৪৭ জন আহত হয়েছে। ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন ২০২১’–এ এমন তথ্য দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
শুক্রবার বেলা ১১টার দিকে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সেখানে বিস্তারিত জানান সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের সদস্যরা জাতীয়-আঞ্চলিক দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মনিটরিং করে প্রতিবেদনটি তৈরি করেছে।
সেখানে বলা হয়, সড়ক, রেল ও নৌ-পথ মিলিয়ে ২৬২টি দুর্ঘটনায় ২৯৫ জন নিহত ও ৪৮৮ জন আহত হয়েছে।
ঈদযাত্রা শুরুর দিন অর্থাৎ ১৪ জুলাই থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ২৮ জুলাই পর্যন্ত ১৫ দিনে ২৪০টি সড়ক দুর্ঘটনায় ২৭৩ জন নিহত ৪৪৭ জন আহত হয়েছে। উল্লেখিত সময়ে রেলপথে ৯টি ঘটনায় ১১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নৌ-পথে ১৩টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৩৬ জন আহত এবং ২১ জন নিখোঁজ হওয়ার ঘটনা মিলেছে।
২৩ জুলাই থেকে কঠোর লকডাউন শুরু হওয়ার পর ২৫ জুলাই থেকে সড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমতে থাকে।
প্রতিবেদনে দেখা যায়, বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। ৮৭টি দুর্ঘটনায় ৯৩ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে। যা মোট সড়ক দুর্ঘটনার ৩৬.২৫ শতাংশ, নিহতের ৩৪.০৬ শতাংশ এবং আহতের ১৩.১৯ শতাংশ প্রায়।
এই সময় সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ১০৬ চালক, ১৯ পরিবহন শ্রমিক, ৬৪ পথচারী, ৩৮ নারী, ৩১ শিশু, ১২ শিক্ষার্থী, ৩ সাংবাদিক, ৫ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১২ শিক্ষক, ৬ রাজনৈতিক নেতা-কর্মী এবং ১ প্রকৌশলীর পরিচয় মিলেছে।
নিহত হয়েছে ২ পুলিশ সদস্য, ১ সেনা সদস্য, ১ বিজিবি, ২৭ নারী, ১৭ শিশু, ৯ শিক্ষার্থী, ৯ শিক্ষক, ৮৭ চালক, ১৬ পরিবহন শ্রমিক, ৫৩ পথচারী, ৩ রাজনৈতিক নেতা-কর্মী।
সংগঠিত দুর্ঘটনা বিশ্লেষণে দেখা যায়, মোট যানবাহনের ২৮.৪৮ শতাংশ মোটরসাইকেল, ২৮.৭৮ শতাংশ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-লরি, ৭.৪১ শতাংশ কার-মাইক্রো-জিপ, ৮.৬০ শতাংশ নছিমন-করিমন-ট্রাক্টর-লেগুনা-মাহিন্দ্রা, ১০.৩৮ শতাংশ অটোরিকশা, ৭.৭১ শতাংশ ব্যাটারি রিকশা-ইজিবাইক-ভ্যান-সাইকেল ও ৮.৬০ শতাংশ বাস দুর্ঘটনায় জড়িত ছিল।
সংগঠিত দুর্ঘটনার ২৫.৮৩ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ৪৪.২৫ শতাংশ পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ১৮.৩৩ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায়, ৭.৯১ শতাংশ অন্যান্য অজ্ঞাত কারণে ও ০.৮৩ শতাংশ চাকায় ওড়না পেঁছিয়ে এবং ০.৮৩ শতাংশ ট্রেন-যানবাহন সংঘর্ষে সংগঠিত হয়েছে।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, মোট সংঘটিত দুর্ঘটনার ৩৩.৩৩ শতাংশ জাতীয় মহাসড়কে, ৪৩.৩৩ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ১৮.৩৩ শতাংশ ফিডার রোডে এবং ০.৮৩ শতাংশ রেল ক্রসিং-এ সংঘটিত হয়। মোট দুর্ঘটনার ৩.৩৩ শতাংশ ঢাকা মহানগরীতে, ০.৮৩ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে সংঘটিত হয়।
The post ঈদযাত্রায় সড়কে ২৭৩ প্রাণহানি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%ad%e0%a7%a9-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3/
No comments:
Post a Comment