আন্তর্জাতিক ডেস্ক:
ই-নাইরা নামে নিজেদের ক্রিপ্টোকারেন্সি চালুর পরিকল্পনা করেছে নাইজেরিয়া। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর এই ঘোষণা দেন। খবর রয়টার্স।
গত ফেব্রুয়ারিতে দেশটির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে যেকোনো ক্রিপ্টোকারেন্সির সাথে চুক্তি বা লেনদেন সুবিধা দিতে নিষেধাজ্ঞা দেয় নাইজেরিয়া। ধারণা করা হচ্ছে, আর্থিক ঝুঁকি এড়াতে ও নিজেদের ক্রিপ্টোকারেন্সি তৈরি করতেই নিষেধাজ্ঞা দিয়েছিলো দেশটি।
নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর গডউইন এমিফিলে বলেন, ই-নাইরা একটি ওয়ালেট হিসেবে পরিচালিত হবে। যেসব গ্রাহকরা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে তাদের অর্থ জমা রাখেন তারা এই ওয়ালেটের সুবিধা নিতে পারবেন। আগামী অক্টোবরে ই-নাইরা চালু করা হবে বলে জানিয়েছেন এমিফিলে।
The post ভার্চুয়াল মুদ্রা চালু করছে নাইজেরিয়া appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81-%e0%a6%95%e0%a6%b0/
No comments:
Post a Comment