Sunday, July 25, 2021

আয়া সোফিয়া আমাদের সভ্যতার পুনরুজ্জীবনের প্রতীক : এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আয়া সোফিয়ার আবার মসজিদে পরিবর্তন তুরস্কের সভ্যতার পুনরুজ্জীবনের প্রতীক। শনিবার ইস্তাম্বুলের আয়া সোফিয়াকে জাদুঘর থেকে আবার মসজিদে পরিবর্তন করে নেয়ার প্রথম বার্ষিকীতে এক টুইট বার্তায় এই মন্তব্য করেছেন তিনি।

টুইট বার্তায় এরদোগান আরো বলেন, ‘আমাদের রবের শুকরিয়া যিনি এমন দিন আমাদের দেখিয়েছেন… ইনশাআল্লাহ এই পবিত্র ইবাদতখানার গম্বুজ থেকে কেয়ামত পর্যন্ত আর কখনো আজান, দরুদ ও পবিত্র কুরআন তেলওয়াতের আওয়াজ হারিয়ে যাবে না।’

টুইট বার্তার সাথে তিনি একটি ভিডিও সংযুক্ত করেন, যেখানে ৮৬ বছর পর মসজিদটিতে প্রথম জুমার নামাজের দৃশ্য দেখানো হয়।

৮৬ বছর বন্ধ থাকার পর গত বছরের ২৪ জুলাই আয়া সোফিয়ায় প্রথম বারের মতো জুমার নামাজ আদায় করা হয়। এই সময়কালে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হতো, যেখানে নামাজের কোনো অনুমতি ছিল না।

অতীতে আয়া সোফিয়া নয় শ’ ১৬ বছর অর্থোডক্স খ্রিস্টান গির্জা ও ৮৬ বছর জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়েছিল। ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় পাঁচ শ’ বছর এটি মসজিদ হিসেবে চালু ছিল। নতুন করে গত বছর তুরস্কের আদালতের রায়ের মাধ্যমে একে আবার মসজিদে রূপান্তরিত করা হয়।

১৯৮৫ সালে ইউনেস্কো কর্তৃপক্ষ আয়া সোফিয়াকে বিশ্ব ঐতিহ্যের নিদর্শন হিসেবে ঘোষণা করে।

মসজিদ হয়ে যাওয়ার পরেও আয়া সোফিয়া তুরস্কের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তুরস্ক ও বিভিন্ন দেশের পর্যটকদের জন্য এ মসজিদটি সব সময় খোলা থাকে।

সূত্র : ইয়েনি শাফাক

The post আয়া সোফিয়া আমাদের সভ্যতার পুনরুজ্জীবনের প্রতীক : এরদোগান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%ab%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be/

No comments:

Post a Comment