Saturday, July 31, 2021

কান্দাহারে তালেবান

ফাতেহ ডেস্ক:

আফগানিস্তানের হেরাত, লস্কর গাহ ও কান্দাহার ঘিরে ফেলেছে তালেবান। এমনকি এই তিনটি গুরুত্বপূর্ণ শহরের কিছু অংশে তালেবান যোদ্ধা প্রবেশ করেছে বলে শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

তবে এই তিন শহরের দখল সরকারি বাহিনী কতক্ষণ ধরে রাখতে পারবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

কান্দাহারের আইন প্রণেতা গুল আহমেদ করিম বিবিসিকে জানিয়েছেন, যেকোনো মুহূর্তে শহরটির পতন ঘটতে পারে। এরই মধ্যে কান্দাহারের হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে চলে গেছে। ২০ বছরের মধ্যে সেখানে এমন যুদ্ধাবস্থা দেখা যায়নি। ঘণ্টায় ঘণ্টায় সেখানকার পরিস্থিতির অবনতি ঘটছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে হেরাতেও তীব্র লড়াই চলছে বলে স্থানীয় তোলো নিউজের প্রতিবেদক জানিয়েছেন। তালেবান অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহরের দক্ষিণ অংশে প্রবেশ করেছে বলে জানিয়েছে তিনি। শহরটির অন্তত পাঁচটি পৃথক স্থানে সংঘাতের খবর পাওয়া গেছে।

অন্যদিকে, তালেবান যোদ্ধারা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের রাজধানী লস্কর গাহের কেন্দ্র থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থান করছে বলে বিবিসি জানিয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর সাথে তালেবানের রাতব্যাপী লড়াই চলেছে বলে জানা গেছে। শহরের নিয়ন্ত্রণ অবশ্য এখনো সরকারি বাহিনীর হাতেই রয়েছে।

The post কান্দাহারে তালেবান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8/

No comments:

Post a Comment