ফাতেহ ডেস্ক:
দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস আল্লামা আব্দুল খালেক সাম্ভলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় চরমোনাই পীর বলেন, আল্লামা আব্দুল খালেক সাম্ভলী ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও বিনয়ী। তিনি দীর্ঘদিন যাবত উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম হিসেবে সুনামের সাথে দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। ইলমী ও বিনয়ী কথাবার্তায় তিনি সবাইকে খুব সহজেই মুগ্ধ করতে পারতেন। আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ. একজন মানব দরদি, নম্র-ভদ্র, সরল মনের অধিকারী ও প্রতিভাবান ছিলেন। তিনি দেশ-বিদেশে ইলমে নববীর আলো বিতরণ করে গেছেন।
তিনি আরও বলেন, তিনি বড় মাপের একজন দায়ী ছিলেন। তিনি বাংলাদেশে বহুবার এসেছেন এবং তার সান্নিধ্যের সুযোগ হয়েছে আমার। তিনি ব্যক্তিগতভাবে আমাকে অনেক মহব্বত করতেন।
পীর সাহেব চরমোনাই আল্লামা শাম্ভলীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবদেনা জ্ঞাপন করে বলেন, আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সবরে জামিল এখতিয়ারের তৌফিক দিন, আমীন।
The post আল্লামা আব্দুল খালেক সাম্ভলীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae/
No comments:
Post a Comment