Tuesday, July 27, 2021

ভারি বর্ষণে পাহাড় ধসে ৫ রোহিঙ্গার মৃত্যু

ফাতেহ ডেস্ক :

ভারি বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারের উখিয়ায় পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার দুপুরে ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

অন্যদিকে একই দিনে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে আরও এক রোহিঙ্গার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা গণমাধ্যমকে জানান, গতকাল থেকে ভারি বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধস ও পানিতে ডুবে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

The post ভারি বর্ষণে পাহাড় ধসে ৫ রোহিঙ্গার মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9c-%e0%a6%a7%e0%a6%b8%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%b0%e0%a7%8b/

No comments:

Post a Comment