ফাতেহ ডেস্ক:
কলরবের জনপ্রিয় তরুণ নাশিদ শিল্পী মাহফুজুল আলম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নরসিংদীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২০ জুলাই (মঙ্গলবার) সকাল ৮ টায় তিনি ইন্তেকাল করেন।
আজ বাদ আসর গ্রামের বাড়িতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কলরবের নির্বাহী পরিচালক বদরুজ্জামান।
কলরবের সাঈদুজ্জামান নূর গণমাধ্যমকে জানান, ডেঙ্গু জ্বর ও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন মাহফুজুল আলম। জ্বরের তীব্রতার সাথে ডায়েবেটিসের সমস্যা বেড়ে গিয়েছিল। গতকাল তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
নাশিদ শিল্পী মাহফুজুল আলমের জন্মস্থান নরসিংদী। ২০১০ থেকে কলরবের শিল্পী হয়ে নিয়মিত গাইছেন তিনি।
এ পর্যন্ত ২০টিরও বেশি একক নাশিদ এবং ৩০টিরও বেশি কোরাস নাশিদ রয়েছে তার। মাহফুজুল আলম পড়াশোনার পাশাপাশি কলরবের সিনিয়র শিল্পী এবং নাশিদ কম্পোজার হিসেবে কাজ করে যাচ্ছিলেন সফলভাবে। ইউটিউবে শিল্পীর ব্যক্তিগত চ্যানেল রয়েছে যেটিতে ১ লাখ ৬০ হাজারের মানুষ যুক্ত রয়েছেন। চ্যানেলটিতে নিয়মিত নাশিদ রিলিজ করে গেছেন তিনি।
The post কলরবের জনপ্রিয় শিল্পী মাহফুজুল আলমের ইন্তেকাল, জানাজা বাদ আসর appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be/
No comments:
Post a Comment