Saturday, July 31, 2021

ফিলিস্তিনিদের বিক্ষোভে ইজরাইলি বাহিনীর হামলা, আহত ২৭০

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২৭০ ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ইসরাইলের ইহুদি বসতি স্থাপনের প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, শুক্রবার ইসরাইলি বাহিনীর হামলায় আহত হওয়া বেশিরভাগই টিয়ার গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। অপরদিকে সাতজন তাজা গুলি ও ৫০ জন রাবার মোড়ানো গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

আহতদের বেশিরভাগ পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় নাবলুস শহরের কাছে বাইতা গ্রামের বাসিন্দা। গ্রামটির বাইরে ফিলিস্তিনি কৃষকদের কৃষিজমি দখল করে ইহুদি বসতি নির্মাণের কারণে বাসিন্দারা গত মে মাস থেকেই নিয়মিত বিক্ষোভ করে আসছিলেন।

বার্তা সংস্থা এএফপির কাছে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, বাইতায় প্রায় এক শ’ ৫০ ফিলিস্তিনির একটি দল দায়িত্বরত সৈন্যদের লক্ষ্য করে পাথর ও জ্বলন্ত টায়ার নিক্ষেপ করলে সৈন্যরা দাঙ্গা দমনের ব্যবস্থা নেয় এবং কয়েক দফা গুলি ছোঁড়ে।

অপরদিকে দক্ষিণাঞ্চলীয় হেবরন শহরের কাছে বাইত উম্মার গ্রামের ফিলিস্তিনি তরুণ শওকত খালিদ আওয়াদের হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত অপর এক বিক্ষোভে ইসরাইলি বাহিনী হামলা করেছে। বিক্ষোভ দমনে তারা রাবার মোড়ানো গুলি, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

গত বুধবার বাইত উম্মারের বাসিন্দা ফিলিস্তিনি শিশু মোহাম্মদ আল-আলামি তার বাবার সাথে গাড়িতে বসা অবস্থায় ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণে নিহত হয়। তার হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভে ইসরাইলি সৈন্যদের গুলিতে নিহত হন শওকত খালিদ আওয়াদ।

১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর দখল করে ইসরাইল। ওই সময় থেকে ইসরাইলি নাগরিকরা পশ্চিম তীরে বসতি স্থাপন শুরু করে। দখলকৃত ভূমিতে আন্তর্জাতিক আইন অনুসারে যেকোনো স্থাপনা নির্মাণ অবৈধ হলেও এখনো পর্যন্ত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ করে আসছে ইসরাইলি কর্তৃপক্ষ।

১৯৯৩ সালে অসলো শান্তিচুক্তির মাধ্যমে পশ্চিম তীর থেকে ধীরে ধীরে ইহুদি বসতি সরিয়ে নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তার নিয়ন্ত্রণ হস্তান্তরের কথা থাকলেও ইসরাইল এই বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেয়নি।

ইসরাইলি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের ধারণা অনুসারে, বর্তমানে পশ্চিম তীরে ১৬৪ বসতি ও ১১৬ উপনিবেশে প্রায় সাড়ে ছয় লাখ ইহুদি বসতি স্থাপনকারী বাস করছেন।

সূত্র : আলজাজিরা

The post ফিলিস্তিনিদের বিক্ষোভে ইজরাইলি বাহিনীর হামলা, আহত ২৭০ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%ad%e0%a7%87-%e0%a6%87/

No comments:

Post a Comment