Saturday, January 1, 2022

সুগন্ধায় এখনো উদ্ধার অভিযান

ফাতেহ ডেস্ক :

ঝালকাঠিতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের নবম দিন আজ। এ ঘটনায় সুগন্ধা ও বিষখালী নদীতে নিখোঁজদের সন্ধানে আজও চলছে উদ্ধার অভিযান।

শনিবার সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা স্পিডবোট ও ডুবুরি নিয়ে অভিযান শুরু করেন। এদের সঙ্গে যোগ দিয়েছে নৌপুলিশের একটি দল। তারা নদীর একপ্রান্ত থেকে অপরপ্রান্তে খুঁজে ফিরছেন।

এদিকে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনায় সুগন্ধা নদীর তীরে পৌর মিনিপার্কে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ। শুক্রবার বিকালে এর আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। এতে অংশ নেন- জেলা প্রশাসক মো. জোহর আলী, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও কাউন্সিলর হাফিজুর রহমান।

দোয়ায় অংশ নিতে উপস্থিত হন উদ্ধার কাজে অংশ নেওয়া শত শত মানুষ ও নিহতের স্বজনরা। তারা অধির আগ্রহে অপেক্ষা করছেন লঞ্চে থাকা তার আত্মীয়ের দেখা পান কিনা।

প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদীতে এলে ইঞ্জিনে ত্রুটির কারণে আগুন লাগে। প্রথমদিন লঞ্চ থেকে ৩৭ জন এবং গত নয় দিনে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।

এছাড়া বরিশাল ও ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন।

The post সুগন্ধায় এখনো উদ্ধার অভিযান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf/

No comments:

Post a Comment