আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের জেরে সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ওমরাযাত্রী ও মুসল্লিদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধান বিষয়ক সংস্থা রিয়াসা শুয়ুন আল-হারামাইন।
শুক্রবার সংস্থাটির বরাত দিয়ে আরব সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়।
খবরে জানানো হয়, মসজিদুল হারামে ওমরাযাত্রীদের জন্য ৩৪টি রাস্তা নির্ধারণ করে দেয়া হয়েছে। প্রতিটি রাস্তায় নিরাপদ শারীরিক দূরত্ব পালন বিষয়ক নির্দেশনামূলক ব্যানার টাঙ্গানোর নির্দেশ দেয়া হয়েছে। মসজিদুল হারামকে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রের ব্যবহার দ্বিগুণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বিশেষ পবিত্র স্থানগুলোতে দিনে অন্তত দশবার স্প্রে করা হচ্ছে। এছাড়াও, মসজিদুল হারামের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে সেখানে থাকা পবিত্র কোরআনের প্রতিলিপিগুলোও বিশেষ পদ্ধতিতে পরিচ্ছন্ন রাখা হয়।
অপরদিকে মদীনার মসজিদে নববীতে ভিড় কমাতে মুসল্লিদের ইবাদতের জন্য মসজিদের ছাদ খুলে দেয়া হয়েছে।
রিয়াসা শুয়ুন আল-হারামাইনের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের স্কুলগুলো দশ দিনের ছুটি হওয়ায় মসজিদে নববীতে মুসল্লিদের সমাগম বেড়েছে। ভিড় কমিয়ে মুসল্লিদের ইবাদতের সুযোগ দেয়ার জন্য তাই মসজিদের ছাদ খোলার নির্দেশ দেয়া হয়েছে।
সূত্র : জিও নিউজ ও ডেইলি জং
The post ওমিক্রন ঠেকাতে মক্কা-মদিনায় বাড়তি সতর্কতা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8-%e0%a6%a0%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf/
No comments:
Post a Comment