আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশ ও পাকিস্তান থেকে এসে ভারতে বসবাসকারী হিন্দুদের থাকার ব্যবস্থা করা হয়েছে উত্তরপ্রদেশে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ এ কথা বলেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) যোগি আদিত্যনাথ বলেন, পাকিস্তান ও ভারত থেকে এসে কয়েক দশক ধরে যেসব হিন্দু মেরুতে বসবাস করছেন, তাদের নিজের বাড়ি নির্মাণের কিংবা জমি কেনার সামর্থ্য নেই। আমার সরকার সব সরকারি কাজে স্বচ্ছতা বজায় রাখছে। ফলে আগের শাসনামল থেকে সব ধরনের প্রক্রিয়ায় একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন হয়েছে।
তিনি আরও বলেন, পাকিস্তান ও ভারত থেকে হিন্দু পরিবারগুলোর মধ্যে ৬৩ হিন্দু বাঙালি পরিবারকে দুই একর জমি দেওয়া হয়েছে। তাদের বাড়ি করার জন্য প্রত্যেক পরিবারকে ২০০ স্কয়ারফুট করে জমি দেওয়া হয়েছে। এসব জমি দখলদারিত্ব থেকে সরকারিভাবে উদ্ধার করা হয়েছে।
The post পাকিস্তান-বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে: যোগি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/
No comments:
Post a Comment