আন্তর্জাতিক ডেস্ক :
অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম বাকির হাসাস (২১)।
বৃহস্পতিবার ভোরে পশ্চিমতীরের নাবলুস শহরে অবৈধ ইহুদি বসতির বিরুদ্ধে ফিলিস্তিনি বিক্ষোভকারী ওই যুবককে আটক করেন ইসরাইলি সেনারা এবং তার মাথায় গুলি করেন।
বৃহস্পতিবার ফিলিস্তিনি চিকিৎসা ও নিরাপত্তা সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করেন। খবর আরব নিউজের।
ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
১৯৬৭ সালে যুদ্ধের পর থেকে ইসরাইল এ অঞ্চলটি দখল করে আছে। পূর্ব জেরুজালেম বাদ দিয়ে, প্রায় চার লাখ ৭৫ হাজার ইসরাইলি পশ্চিমতীরে অবৈধভাবে বসতি স্থাপন করে বসবাস করছেন।
The post মাথায় গুলি করে ফিলিস্তিনি যুবক হত্যা ইজরাইলি সেনাদের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8/
No comments:
Post a Comment