আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে ট্রাক ও গাড়ির সংঘর্ষে সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার পশ্চিম তীরের জর্ডান ভ্যালিতে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।
খবরে বলা হয়, জর্ডান ভ্যালির ফাসাইল গ্রামের কাছে এক মহাসড়কে গাড়িতে করে ওই শ্রমিকেরা যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। শ্রমিকরা পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে আকরাবা এলাকার বাসিন্দা। তাঁদের মরদেহ জেরিকো শহরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে সাতজন নিহত হওয়ার ঘটনায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবার এক দিনের শোক ঘোষণা করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
The post পশ্চিম তীরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ ফিলিস্তিনি, শোক ঘোষণা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be/
No comments:
Post a Comment