ফাতেহ ডেস্ক :
নওগাঁর সাপাহারের হাপানিয়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৬ পিলার এর ১ এস এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে একদল গরু ব্যাবসায়ীর সাথে কৃষ্ণসদা গ্রামের আলাউদ্দীন এর ছেলে সালাউদ্দীন (৩০) গরু আনতে ভারত অভ্যন্তরে প্রবেশ করে। পরে তারা গরু নিয়ে শনিবার ভোরে বাংলাদেশে প্রবেশ এর চেষ্টা করলে ভারতের পান্নাপুর ৬৯ বিএসএফের টহলরত সদস্যরা তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে।
এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সালাউদ্দীন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সকালে সংবাদটি জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দীনের মরাদেহটি ভারতীয় কাঁটাতারের বেড়া ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখণ্ডে পড়ে থাকতে দেখা যায়।
সাপাহারের হাপানিয়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আব্দুল আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে ভারতের পান্নাপুর বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য মেসেজ পাঠানো হয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত কোন দেশের পক্ষ থেকে মরদেহটি গ্রহণ না করায় ঘটনাস্থলেই পড়ে ছিল।
The post নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%93%e0%a6%97%e0%a6%be%e0%a6%81-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0/
No comments:
Post a Comment