ফাতেহ ডেস্ক:
ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনার চারদিন পর চারজনের মরদেহ নদীতে ভেসে উঠেছে। রবিবার (০৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা ধর্মগঞ্জ ঘাট এলাকা থেকে লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক আব্দুল্লা আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রলারডুবির ঘটনাস্থল থেকে কিছুরা দূরে ৪ জনের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়লা। তাদের দেওয়া খবরের ভিত্তিতে এসে লাশগুলো উদ্ধার করা হয়। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে, ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ হয় ১০ জন। এ ঘটনায় এখনো ৬ যাত্রী নিখোঁজ রয়েছে।
The post ট্রলারডুবির চারদিন পর ধলেশ্বরীতে ভেসে উঠল ৪ লাশ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%b2/
No comments:
Post a Comment