Saturday, November 26, 2022

রাশিয়ায় সমকামিতা নিষিদ্ধ: আইন, জরিমানা ও বাস্তবায়ন

মুনশী নাঈম:

বিভিন্ন দেশে যখন সমকামিতাকে বৈধতা দেওয়ার স্রোত তৈরী হয়েছে, ঠিক তখনই স্রোতের বিপরীতে গিয়ে এর বিরুদ্ধে কঠোর অবস্থানে গেল রাশিয়া। বুধবার (২৩ নভেম্বর) রাশিয়ার পার্লামেন্ট স্টেট ডুমা তার সাধারণ অধিবেশনে সমকামিতা নিষিদ্ধ করে একটি বিল অনুমোদন করেছে। এই বিলে সমর্থন দিয়েছেন ৪০০ বিধায়ক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি সমকামিতার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মন্তব্য করেন। তার ভাষ্য ছিল, সমকামিতায় ব্র্যাকেট টানা মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। পরে রুশ প্রশাসন তাদের জারিকৃত আইনকে ‘অ্যানসার টু ব্লিঙ্কেন’ নামকরণ করে।

নতুন বিলে কি বলা হয়েছে

রাশিয়ায় সমকামী প্রচার আইনের মূল সংস্করণটি ২০১৩ সালে করা হয়। এতে শিশুদের মধ্যে অ-প্রথাগত যৌন সম্পর্কের প্রচার ও সমকামী সম্পর্ককে নিষিদ্ধ করা হয়।

নতুন আইনে এলজিবিটি প্রচারের পাশাপাশি এলজিবিটিকিউ আচরণ প্রদর্শনের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে । সমকামিতা নিয়ে অনলাইনে হোক বা চলচ্চিত্রে, বইতে কিংবা বিজ্ঞাপনে যেকোনো আলোচনাকেই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। পাশাপাশি লিঙ্গ পরিবর্তন করায় উদ্বুব্ধ করাকেও নিষিদ্ধ করা হয়েছে।

আইনে বলা হয়েছে, সমকামিতা বিষয়ক নতুন আইন ভঙ্গ করলে ৪ লাখ রুবল (৬৬০০ ডলার) জরিমানা করা হবে। কোনো প্রতিষ্ঠান আইন ভাঙলে ৫ মিলিয়ন রুবল (৮২১০০ ডলার) জরিমানা আদায় করা হবে। বিদেশি বা রাষ্ট্রহীন কোনো ব্যক্তি ভঙ্গ করলে তাকে রাশিয়া থেকে বহিষ্কার করা হবে। পাশাপাশি লিঙ্গ পরিবর্তনের উদ্বুব্ধ করে কিছু প্রচার করলে ১ কোটি রুবল (১ লাখ ৬৫ হাজার ডলারের বেশি) জরিমানা করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এ আইনের কারণে সমকামি অপরাধীর সংখ্যা কমছে।

কেন নিষিদ্ধ করা হলো

সমকামিতা নিষিদ্ধ করার পেছনে দুটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করেছেন রাশিয়ার আইনপ্রণেতারা। এক. রাশিয়ার ঐতিহ্যগত মূল্যবোধ রক্ষা। দুই. শিশু নিগ্রহ বন্ধ করা।

তারা বলছেন, পশ্চিমারা এই সমকামিতার মতো বিকৃত এবং অপ্রচলিত একটা যৌন সম্পর্ককে অধিকারের নামে জোর করে চাপিয়ে দিচ্ছেন। জোর করে চাপিয়ে দেয়া কোনো জিনিশ আমরা নিব না। এমন অপ্রচলিত যৌন সম্পর্ক আমাদের ঐতিহ্যবিরোধী। সঙ্গে তারা এটাও বলছেন, ঐতিহ্যবিরোধী এই যৌন সম্পর্ক আমাদের শিশুদের ক্ষতি করছে। তারা নিগ্রহের শিকার হচ্ছে। আরা শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তারা যদি এখন এই বিকৃত যৌন সম্পর্কে অভ্যস্ত হয়ে যায়, ভবিষ্যতে এটা দেশের জন্য ক্ষতি হতে পারে।

রাশিয়ার আইন বিষয়ক বিশেষজ্ঞ ইভান সের্গেইভ আল-জাজিরাকে বলেছেন,নতুন আইনটি কোনভাবেই কাউকে দমন করার জন্য নয়। বরং বরং প্রথাগত মূল্যবোধ, সেইসাথে শিশু এবং সমাজিক শৃঙ্খলা রক্ষার জন্য। কারণ সমাজে সমকামিতার ধ্বংসাত্মক ও নেতিবাচক প্রভাব পড়ে।

রাশিয়ান সমাজকর্মী ভ্লাদিমির কোলেসনিকভ আল-জাজিরাকে দেয়া সাম্প্রতিক প্রতিক্রিয়ায় বলেছেন, নতুন আইনটি আমাদের সামাজিক দুঃস্বপ্নের সমাপ্তি ঘটাবে। ইউরোপীয় দেশ দ্বারা প্রচারিত অন্ধকার, মানবতাবিরোধী মূল্যবোধ থেকে মানুষ এবং দেশের ভবিষ্যত রক্ষা করতে সহায়তা করবে। নব্বইয়ের দশকে মানবাধিকার এবং যৌন সংখ্যালঘুদের সুরক্ষার স্লোগানের তালে আমাদের দেশ যে বিশৃঙ্খলায় ডুবেছিল, তা থেকে এখন সমাজ মুক্তি পাবে। রাশিয়ান এই সমাজকর্মী মনে করেন, মানব প্রকৃতির বিপরীত মূল্যবোধ শুধুমাত্র শিশুদের ভঙ্গুর মানসিকতাই নয়, জনসংখ্যার সূচকেও নেতিবাচক প্রভাব ফেলে।

সমকামিতার বিরুদ্ধে কতটা কঠোর রাশিয়া

১৯৯৯ সালের আগ পর্যন্ত রাশিয়ায় সমকামিতা একটি মানসিক রোগ হিসেবে বিবেচিত হতো। ওই সালে সমকামিতাকে মানসিক রোগের তালিকা থেকে বাদ দেয়া হয়। রাশিয়ার অধিকাংশ নাগরিকও সমকামিতা সমর্থন করে না। ২০০৫ সালের জরিপে উঠে আসে, ৪৪ শতাংশ রাশিয়ান সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আখ্যা দেয়ার পক্ষে। ২০০৭ সালে পরিচালিত আরেকটি জরিপে ৬৮ শতাংশ রাশিয়ান সমকামিতার বিরুদ্ধে কথা বলেছেন। ২০১৩ সালে পরিচালিত একটি জরিপে উঠে আসে, রাশিয়ার ৭৪ শতাংশ মানুষই সমকামিতা সমর্থন করেন না। তারা বলছেন, সমাকিতাকে সমর্থন করাও উচিত নয়।

রাশিয়া সমকামিতার বিরুদ্ধে সবসময়ই কঠোর। ২০১৩ সালে একটি লাইভ সম্প্রচারে নিজের সমকামিতা ঘোষণা করার পরপরই টেলিভিশন রিপোর্টার আন্তন ক্রাসভস্কিকে বরখাস্ত করা হয়। একই বছর বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং অধ্যাপনা থেকে বরখাস্ত করা হয় আলেকজান্ডার ইয়ারমুশকিনকে। শুধু তাই নয়, এর জন্য ২০২০ সালে সংবিধান পরিবর্তন করে সমলিঙ্গের বিয়েও বেআইনী ঘোষণা করে। বিয়ের সংজ্ঞায় সংবিধানে বলা হয়, ‘বিয়ে হল একজন পুরুষ ও একজন নারীর মধ্যে মিলন।’ চলতি বছরের অক্টোবরে এলজিবিটি প্রচারণার আইন লঙ্ঘনের অভিযোগে টিকটককেও জরিমানা করেছে রাশিয়া। মস্কোর একটি অদালত টিকটিককে ৩০ লাখ রুবল (৫১ হাজার ডলার) জরিমানা করে।

The post রাশিয়ায় সমকামিতা নিষিদ্ধ: আইন, জরিমানা ও বাস্তবায়ন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6/

No comments:

Post a Comment