Monday, November 7, 2022

দুর্যোগ মোকাবিলায় কেনা হচ্ছে ১৭৫৬ কোটি টাকার যন্ত্র

ফাতেহ ডেস্ক:

দুর্যোগ অবস্থা মোকাবিলায় প্রয়োজনীয় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কেনার উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মূলত ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা ও জরুরি যোগাযোগের জন্য এই যন্ত্রপাতি কেনা হবে। সরাসরি ক্রয়পদ্ধতি এসব সরঞ্জামও স্থাপনা ক্রয়ে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৫৬ কোটি ৩৩ লাখ টাকা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা ও জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প (তৃতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় এই রেসকিউ আইটেমগুলো ক্রয় করা হবে।

সূত্র জানায়, মোট ৩৫টি প্যাকেজে এসব যন্ত্রপাতি কেনা হবে। প্রকল্পের আওতায় সংগৃহীতব্য যন্ত্রপাতি/সরঞ্জাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সশস্ত্রবাহিনী বিভাগ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ পুলিশ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে উদ্ধার কাজে ব্যবহারের জন্য বিতরণ করা হবে।

সূত্র জানায়, ইতোমধ্যে গত ২০২১-২০২২ অর্থবছরে প্রকল্পের ডিপিপি অনুসারে সরাসরি ক্রয় পদ্ধতিতে চারটি প্যাকেজের যন্ত্রপাতি/সরঞ্জাম ক্রয়ের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ২০২১ সালের ১ ডিসেম্বর এ অনুমোদন দেওয়া হয়। যেহেতু যন্ত্রপাতি/সরঞ্জামগুলো তৈরিতে বেশি সময় লাগে, অনেক ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করতে হয় এবং একটি অর্থবছরে সরবরাহ নেওয়া সম্ভব হয় না; সেহেতু প্রকল্পের ডিপিপিভুক্ত অবশিষ্ট ৩২টি প্যাকেজের সরঞ্জাম ও স্থাপনাগুলো সরাসরি পদ্ধতিতে ক্রয়ের অনুমোদন প্রয়োজন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠেয় ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভা কমিটির পরবর্তী সভায় নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

The post দুর্যোগ মোকাবিলায় কেনা হচ্ছে ১৭৫৬ কোটি টাকার যন্ত্র appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be/

No comments:

Post a Comment