Monday, November 7, 2022

সুবর্ণচরে বাবা-মাকে বেঁধে মেয়েকে গণধর্ষণ!

ফাতেহ ডেস্ক:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে বাবা-মাকে মারধর ও বেঁধে রেখে মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ধর্ষণকারীরা ওই বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। পরে হেল্প লাইন ৯৯৯-এ ফোন দিলে চরজব্বার থানার পুলিশ গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাত ১১টার দিকে উপজেলার চরবাটা ইউপির পশ্চিম চরমজিদ খাসেরহাট এলাকার আশ্রয়ণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার কিশোরী ও তার মা বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীরা জানায়, স্থানীয় হোসেন বাহিনীর ২০-২৫ জন সন্ত্রাসী রোববার রাত ১১টার দিকে তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট চালায়। এ সময় গৃহকর্তা ও তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে বেদম মারধর করে। একপর্যায়ে ঘরে থাকা তার মেয়েকে ৩ জন ধরে রাখে এবং দুই জন পালাক্রমে তাকে ধর্ষণ করে। রাতে ধর্ষিতা কিশোরী আত্মহত্যা করারও চেষ্টা করে। পরে ৯৯৯ ফোন দিলে চরজব্বার থানার পুলিশ গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। পরে ধর্ষিতাসহ তার বাবা-মাকে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

সোমবার সকালে ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য ওই কিশোরীকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন চৌধুরী আব্দুল আজিম জানায়, ভিকটিম কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা জানান, সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়ে বলেছে এ ব্যাপারে কোনো মামলা করলে তার পরিবারকে এলাকা ছাড়া করবে। চরজব্বার থানা পুলিশ কিশোরীর বাবা-মায়ের দেওয়া মামলা গ্রহণ করেছে।

The post সুবর্ণচরে বাবা-মাকে বেঁধে মেয়েকে গণধর্ষণ! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%9a%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%81%e0%a6%a7/

No comments:

Post a Comment