Friday, November 11, 2022

মুফতি নূরুল আমীনের ইন্তেকাল, মুফতি ফয়জুল্লাহর শোক

ফাতেহ ডেস্ক:

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অন্যতম সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহকারী মহাসচিব, ফরিদাবাদ মাদরাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা মুফতি নূরুল আমীন সাহেব কিছুক্ষণ পূর্বে ইন্তিকাল করেছেন। তাঁর ইন্তিকালে শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব এবং বেফাকের সহসভাপতি মুফতি ফয়জুল্লাহ।

শোকবার্তায় তিনি বলেন, মুসলিম উম্মাহর দরদী অভিভাবক মুফতী নুরল আমীন সাহেব মরহুম হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মাহর জন্যে আপনি অসামান্য ও অনন্যা অবদান রেখে গেলেন। আপনাকে কোনদিনই ভুলতে পারবো না। উম্মাহর জন্যে আপনার অবদানের ফিরিস্তি লিখার শব্দ, বাক্য নেই আমার কাছে।

শোকবার্তায় তিনি মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

The post মুফতি নূরুল আমীনের ইন্তেকাল, মুফতি ফয়জুল্লাহর শোক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-3/

No comments:

Post a Comment