Thursday, November 17, 2022

ফিলিস্তিনে শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ড, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থী শিবিরের একটি ভবনে আগুন লেগে শিশুসহ অন্তত ২১ জন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে আহত বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর আল-জাজিরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার একটি চারতলা আবাসিক ভবনে এ অগ্নিকাণ্ড ঘটেছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা’র সংবাদদাতা জানিয়েছেন, হতাহত বহু মানুষকে ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের নিকটবর্তী শহর বেইত লাহিয়ার ইন্দোনেশিয়ান পাবলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভবনটির ভেতরে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ সংরক্ষণ করা হয়েছিল। এটা থেকে আগুন লাগতে পারে। মর্মান্তিক এ ঘটনার পর ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস শুক্রবার একদিনের জন্য শোক ঘোষণা করেছেন। এ সময় ফিলিস্তিনের সব সরকারি প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত থাকবে।

তিনি এ ঘটনাকে জাতীয় বিপর্যয় হিসাবে বর্ণনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করতে সংশ্লিষ্টদের সম্ভাব্য সবকিছু করার নির্দেশ দিয়েছেন।

The post ফিলিস্তিনে শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ড, নিহত ২১ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf/

No comments:

Post a Comment