Friday, November 18, 2022

তিনি ছিলেন দেশের জন্য রত্ন: পাক রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের মুফতিয়ে আজম মুফতি রফি উসমানির ইন্তিকালে পাকিস্তান রাষ্ট্রপতি ডক্টর আরিফ আলভির গভীর শোক জানিয়েছেন।

পাকিস্তানের রাষ্ট্রপতি ডক্টর আরিফ আলভি প্রয়াত আলেমের ধর্মীয় ও সাহিত্য সেবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ধর্মতত্ত্ব, হাদিস ও তাফসির ক্ষেত্রে মূল্যবান সেবা দিয়েছেন। তিনি ছিলেন দেশের জন্য রত্ন। ধর্ম, শিক্ষা ও বিশেষ করে ধর্মীয় শিক্ষার প্রসারে তার সেবা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে

রাষ্ট্রপতি মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেয়ার দোয়া করেন।

শুক্রবার স্থানীয় সময় রাত ৯.২৫ মিনিটের দিকে করাচিতে তিনি ইন্তিকাল করেন।

মুফতি মুহাম্মদ রফি উসমানি জন্ম ১৯৩৬। পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব। তিনি পকিস্তানের প্রাক্তন গ্রান্ড মুফতি, দারুল উলুম করাচীর প্রতিষ্ঠাতা মুহাম্মদ শফী উসমানি (রহমাতুল্লাহি আলাইহি) এর সন্তান। তিনি পাকিস্তানের গ্রান্ড মুফতি ও পাকিস্তানের সবচেয়ে বড় বিদ্যাপিঠ দারুল উলুম করাচীর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি বিখ্যাত দুই ইসলামী ব্যক্তিত্ব মুফতি মুহাম্মাদ তাকি উসমানি ও মাওলানা ওয়ালি রাজির ভাই। এছাড়াও তিনি জামিয়াতুল উলামা, ইউ এস এ -এর একজন সন্মানিত সদস্যও ছিলেন।

The post তিনি ছিলেন দেশের জন্য রত্ন: পাক রাষ্ট্রপতি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d/

No comments:

Post a Comment