ফাতেহ ডেস্ক
বিশ্বজুড়ে কভিড নাইন্টিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯ শ ৭৯ জনে। আক্রান্তের হার চীনে কমে আসলেও বেড়েছে অন্যন্য দেশে। প্রথমবারের মতো ভারতের কেরালা, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও অস্ট্রেলিয়ায় আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে।
আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়াশিংটনে জারি করা হয়েছে জরুরি অবস্থা। পাশাপাশি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছেন ট্রাম্প।
আয়ারল্যান্ড ও লুক্সেম্বার্গে প্রথমবারের মতো এক ব্যাক্তির দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন কোরে ইতালিতে ৮ জন, ব্রাজিলে ১ জন, যুক্তরাষ্ট্রে ৬৯ জন, গ্রীসে ৩ জন ও ইরানে ৫ জনের দেহে ভাইরাস মিলেছে। বিশ্বজুড়ে মোট আক্রান্ত ৮৬ হাজার ৯শ ছাড়িয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক সাড়ে ৭ হাজার রোগী।
-এটি
The post করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র, ভারত ও অস্ট্রেলিয়ায় ৩ জনের মৃত্যু appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f/
No comments:
Post a Comment