Tuesday, March 24, 2020

তালেবান নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন পম্পেও

ফাতেহ ডেস্ক

তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের গত মাসে হওয়া চুক্তি কার্যকরের বিষয়ে জঙ্গিগোষ্ঠীটির শীর্ষ নেতাদের সঙ্গে আজ আলোচনায় বসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। কাতারের দোহায় তালেবান নেতাদের সঙ্গে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে সোমবার (২৩ মার্চ) আফগানিস্তান যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রাজধানী কাবুলে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং ঘানির দীর্ঘদিনের প্রতিদ্ব›দ্বী আব্দুল্ল¬াহ আব্দুল্লাহর সঙ্গে দেখা করেন পম্পেও।

আফগান যুদ্ধের অবসানে গত ফেব্রুয়ারিতে দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং তালেবান নেতাদের উপস্থিতিতে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী কোনো হামলা চালাবে না তালেবান। বিনিময়ে আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সহযোগিরা।

-এ

The post তালেবান নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন পম্পেও appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2/

No comments:

Post a Comment