Friday, May 22, 2020

শর্তসাপেক্ষে বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচ জামাত

ফাতেহ ডেস্ক

করোনা পরিস্থিতিতে শর্তসাপেক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী রবিবার বা সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতিতে এবার জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

এই পরিস্থিতিতে মাস্ক পরা, জায়নামাজ বাসা থেকে নিয়ে আসা, নামাজ শেষে কোলাকুলি না করাসহ কিছু শ’র্ত পালন সাপেক্ষে এবার মসজিদে ঈদের নামাজ পড়ার অনুমতি দিয়েছে সরকার।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

-এ

The post শর্তসাপেক্ষে বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচ জামাত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b8%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%95/

No comments:

Post a Comment