Sunday, May 31, 2020

আরব আমিরাতেও খুলে দেওয়া হচ্ছে মসজিদ

ফাতেহ ডেস্ক

নির্ধারিত স্বাস্থ্যবিধি অনুসরণ সাপেক্ষে আরব আমিরাতে পুনরায় চালু হচ্ছে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়। এ লক্ষে চলছে প্রস্তুতি। তবে ঠিক কবে নাগাদ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে তা এখনও ঘোষণা করা হয়নি। এ ঘোষণা দেবে দেশটির ইসলামিক বিষয় ও দাতব্য কার্যক্রম বিভাগ।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, আরব আমিরাতের মসজিদগুলো চালু করার আগে এ সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য একটি গাইডলাইন তৈরি করা হয়েছে। এরই মধ্যে কয়েকটি মসজিদে এসব নির্দেশিকার পোস্টার লাগানো হয়েছে। মসজিদগুলো খোলার সময় এসব নির্দেশিকা মুসল্লিদের অবশ্যই মেনে চলতে হবে।

গাইডলাইনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মসজিদগুলো খোলার পরও নারীদের নামাজের স্থান বন্ধ থাকবে। ৬০ বছরের বেশি এবং ১২ বছরের কম বয়সী শিশুরা মসজিদে নামাজ পড়তে আসতে পারবে না।

নতুন গাইডলাইনে আরও বলা হয়েছে, মসজিদে দুই কাতারের মধ্যে একটি কাতার ফাঁকা রাখতে হবে। দু’জন মুসল্লির মধ্যে ১.৫ মিটার ফাঁকা রেখে নামাজের দাঁড়াতে হবে। সব মুসল্লির গ্লাভস ও মাস্ক পরা বাধ্যতামূলক। সব মুসল্লিকে জায়নামাজ নিয়ে মসজিদে আসতে হবে। হ্যান্ডশেক করা চলবে না। দূর থেকে সালাম দিতে পারবেন।

নামাজের আগে বা পরে মুসল্লিরা কোনো কারণে একত্রিত হতে পারবেন না। ইমামের পেছনে ফরজ নামাজ শেষ হওয়ার পর দ্বিতীয় জামাত করা যাবে না। জামাতে ফরজ নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ ত্যাগ করতে হবে। যারা কোভিড-১৯ রোগীর সংস্পর্শে আছেন তাদেরকে অন্য নামাজিদের সুরক্ষা নিশ্চিত করার জন্য মসজিদে আসতে নিষেধ করা হয়েছে। যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, তাদের অন্যদের সুরক্ষার জন্য মসজিদে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে গাইডলাইনে।

-এ

The post আরব আমিরাতেও খুলে দেওয়া হচ্ছে মসজিদ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%93-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b9/

No comments:

Post a Comment