Saturday, May 30, 2020

আগামীকাল এসএসসির ফলাফল; পাওয়া যাবে ঘরে বসেই

ফাতেহ ডেস্ক

আগামীকাল দেয়া হবে এসএসসির ফলাফল। এবারও ফলাফল দেয়া হবে ডিজিটাল মাধ্যমে।

সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ করবেন। এরপর, বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি ফেইসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

দুটি উপায়ে ঘরে বসেই এসএসসির ফলাফল পাওয়া যাবে। বোর্ডের ওয়েবসাইটে গেলে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে। এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও পাওয়া যাবে রেজাল্ট। সেক্ষেত্রে যেকোন মোবাইল অপারেটরে মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে টাইপ করতে হবে ‍SSC। এরপর স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিনটি অক্ষর ইংরেজি ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে।

এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর।আরেকটি স্পেস দিয়ে দুইহাজার বিশ লিখে পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে। ফিরতি এসএমএসেই পাওয়া যাবে ফলাফল।

-এ

The post আগামীকাল এসএসসির ফলাফল; পাওয়া যাবে ঘরে বসেই appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%aa/

No comments:

Post a Comment