Saturday, May 23, 2020

পাকিস্তানে বিমান দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৯৭

ফাতেহ ডেস্ক

গতকাল শুক্রবার ৯৯ জন যাত্রী ও ক্রু নিয়ে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিমান বিধ্বস্ত হয়।

ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত ৯৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পিআইএ’র দ্য ইঞ্জিনিয়ারিং এন্ড মেইন্টেনেন্স ডিপার্টমেন্ট। বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিলো।

পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের বরাতে জানা যায়, পিআইএ’র ৩২০ এয়ারবাসটিতে ৯১ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন। গন্তব্য থেকে অল্প দূরে একটি মডেল কলোনিতে বিমানটি বিধ্বস্ত হয়।

পিআইএ’র দ্য ইঞ্জিনিয়ারিং এন্ড মেইনটেনেন্স ডিপার্টমেন্টের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অবতরণের আগ দিয়ে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে চাকা খোলা যাচ্ছিলো না।

বিমানটির পাইলট ট্রাফ্রিক কন্ট্রোল রুমে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন পিআইএ’র প্রধান এয়ার ভাইস মার্শাল এরশাদ মালিক।

ধ্বংসস্তুপ থেকে এখন পর্যন্ত ৯৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ঘটনার যথাযথ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

-এ

The post পাকিস্তানে বিমান দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৯৭ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8/

No comments:

Post a Comment