ফাতেহ ডেস্ক
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৬৫ জনের মৃত্যু এবং ৭ হাজার ৯৬৪টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। একদিনে মৃতের সংখ্যার নিরিখে এটিই সবচেয়ে বেশি। এর একদিন আগেই তুরস্ককে পেছনে ফেলে এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষস্থানে পৌঁছেছে ভারত।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ভারতে এ পর্যন্ত মোট ৪ হাজার ৯৭১ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৬৩ জন। সুস্থ হয়েছে ৮২ হাজার ৩৭০ জন। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে ওই তথ্য জানা গেছে।
করোনায় মৃতের সংখ্যায় বরাবরই এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। এখানে এ পর্যন্ত ২ হাজার ৯৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১১৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ১৩৩ জন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে করোনায় এ পর্যন্ত ৯৮০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ২০ জন মারা গেছে। সেখানে ৬ হাজার ৩৪৩ জন আক্রান্ত হয়েছে।
রাজধানী দিল্লিতে এ পর্যন্ত ৩৯৮ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৮২ জনের মৃত্যু হয়েছে। এখানে ৯ হাজার ১৪২ জন আক্রান্ত।
মধ্য প্রদেশে করোনায় ৩৩৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩ জন মারা গেছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪২।
পশ্চিমবঙ্গে এপর্যন্ত ৩০২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৭ জন মারা গেছে। সেখানে এপর্যন্ত ২ হাজার ৭৩৬ জন আক্রান্ত হয়েছে।
এছাড়া রাজস্থানে ১৮৪, উত্তর প্রদেশে ১৯৮, বিহারে ১৫, কর্ণাটকে ৪৮, জম্মু-কাশ্মীরে ২৮, অন্ধ্র প্রদেশে ৬০, তেলেঙ্গানায় ৭১, পাঞ্জাবে ৪২ ও হরিয়ানায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এসব ছাড়াও অন্যান্য রাজ্যেও করোনা আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।
-এ
The post করোনা আক্রান্তের সংখ্যায় এশিয়ার শীর্ষে ভারত, একদিনে ২৬৫ জনের মৃত্যু appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-2/
No comments:
Post a Comment