Sunday, May 31, 2020

বুরকিনা ফাসোতে পৃথক সন্ত্রাসী হামলায় নিহত ৩৫

ফাতেহ ডেস্ক

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর গবাদিপশুর বাজার ও একটি গাড়ি বহরে পৃথক সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

রোববার (৩১ মে) দেশটির সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার দুপুরে বুরকিনা ফাসোর কমপিয়েনগার পশ্চিম দিকের একটি গ্রামের গবাদিপশুর বাজারে মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ২৫ জন মারা যান এবং অনেকে আহত হন।

ঠিক একই সময় ফৌবের উত্তরের একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে পাঁচজন বেসামরিক ও পাঁচজন সামরিক পুলিশ নিহত হয়েছেন। মানবিক সহায়তা সরবরাহ করার পর ফৌবে থেকে ফিরে আসা একটি গাড়ি বহরে হামলা চালানো হয়। এখানে আহত হন ২০ জন।

তবে এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। এর আগে শুক্রবার বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের একটি শহরে ব্যবসায়ীদের গাড়ি বহরে সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জন নিহত হন।

শনিবারের সহিংসতা বুরকিনা ফাসোর বিভিন্ন এলাকায় গভীর অস্থিতিশীলতারই পরিচয় দেয়। দেশটি ২০১৭ সাল থেকে আল-কায়েদা এবং আইএসের সাথে সংশ্লিষ্ট সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে লড়াই করে আসছে।

দেশটিতে বিগত পাঁচ বছরে হামলায় প্রাণ গেছে অন্তত ৯০০ জনের। আর সাড়ে আট লাখেরও বেশি মানুষ বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছেন।

-এ

The post বুরকিনা ফাসোতে পৃথক সন্ত্রাসী হামলায় নিহত ৩৫ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b0%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d/

No comments:

Post a Comment