Friday, May 29, 2020

উইগুর মুসলিমদের পক্ষে চীনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বিল পাস

ফাতেহ ডেস্ক চীনের জিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমদের ‘নির্বিচার আটক, নিপীড়ন ও হয়রানি’ বন্ধে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে চীনের বিরুদ্ধে উত্থাপিত নিষেধাজ্ঞা বিল বিপুল ভোটে পাস হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেই এটি আইনে পরিণত হবে।

শুক্রবার (২৯ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার (২৭ মে) মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’-এ ৪১৩ ভোটে পাস হয় ‘উইগুর মানবাধিকার অ্যাক্ট’। এর বিরুদ্ধে পড়ে কেবল ১ ভোট।

এ বিলে উইগুরসহ জিনজিয়াং প্রদেশের অন্যান্য মুসলিম জনগোষ্ঠীকে নিপীড়নে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়েছে। বিশেষভাবে নিশেধাজ্ঞার প্রস্তাব তোলা হয়েছে চীনের ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টির জিনজিয়াং শাখার সেক্রেটারি চেন কুয়াঙ্গোর বিরুদ্ধে। তাকে প্রদেশে গণহারে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মতে, জিনজিয়াং প্রদেশে চীন ১০ লাখেরও বেশি মুসলমানকে বিভিন্ন বন্দিশিবিরে আটকে রেখে নির্যাতন চালাচ্ছে। একে ‘বর্বরোচিত’ বলে অভিহিত করেছেন মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি।

এদিকে উইগুর নেতারা মার্কিন কংগ্রেসে চীনের বিরুদ্ধে এ বিল পাসকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানিয়েছেন। ‘ওয়ার্ল্ড উইগুর কংগ্রেস’র প্রেসিডেন্ট দোলকান আইসা এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অগ্রাধিকার ভিত্তিতে উইগুর মানবাধিকার নীতি সংক্রান্ত এ বিলে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করার অনুরোধ জানাই। দ্রুত এর বাস্তবায়ন ও প্রয়োগ চাই।

‘উইগুরদের জন্য যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সরকারগুলোর এরকম সত্যিকারের পদক্ষেপ প্রয়োজন। বছরের পর বছর নিপীড়ন ও হতাশার পর উইগুরদের বর্তমানে আশার আলো দরকার।’

চীন যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপের ব্যাপারে আপত্তি জানিয়ে আসছে। উইগুরদের নিপীড়নের ব্যাপারটিও শুরু থেকেই অস্বীকার করে আসছে তারা।

-এ

The post উইগুর মুসলিমদের পক্ষে চীনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বিল পাস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%89%e0%a6%87%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%80/

No comments:

Post a Comment