ফাতেহ ডেস্ক
স্বাস্থ্যবিধি মেনে ও স্বাস্থ্য উপকরণ সরবরাহ নিশ্চিত করে কওমি মাদরাসাসমূহ খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কওমি কাউন্সিল বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি সাইফুল ইসলাম মাদানী।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি তার দাবির সপক্ষে কয়েকটি যুক্তি উপস্থাপন করে বলেন, ক-রহমত বরকত কল্যাণ ও শেফা সমৃদ্ধ কুরআন-হাদীসের শিক্ষা চালু হলে দেশে আল্লাহর রহমত অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। খ-মাদ্রাসার কোরআন হাদিসের শিক্ষার্থীরা সর্বদা অজু অবস্থায় থাকতে হয়।অন্যান্য দরসের ক্ষেত্রেও এখন থেকে অজু নিশ্চিত করা হবে। এভাবে পরিছন্নতা সচেতন হলে স্বাস্থ্য নিরাপত্তা অনেকটা নিশ্চিত হবে।
গ-কওমি মাদ্রাসার 95 ভাগ সাধারণত আবাসিক ছাত্র হয়ে থাকে। পক্ষান্তরে দেশের 5/6 টি ক্যাডেট ও হাতেগোনা কয়েকটি রেসিডেনশিয়াল প্রতিষ্ঠান ছাড়া এই চিত্র অন্য কোথাও নেই। প্রতিদিন শত শত পরিবারের সন্তান বিভিন্ন রকমের পরিবেশ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে একত্রিত হওয়ার মাধ্যমে যে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়, তা কওমী মাদ্রাসায় নেই।
গ-বাংলাদেশের কোন কওমী মাদ্রাসার কোন ক্লাস রুম এ জুতা পরিধান করে আসার কোন সুযোগ নেই । প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ক্লাসরুমে নগ্নপদে জুতা বিহীন অবস্থান করতে হয়। অন্যান্য প্রতিষ্ঠানে এই স্বাস্থ্য নিরাপত্তা নেই।
ঙ-রমজানের পূর্বে শতভাগ কওমি মাদ্রাসায় ছিল বার্ষিক পরীক্ষা ও বোর্ড এর পরীক্ষার সময়। এখন রমজান পরবর্তী ১০/১৫ দিনে হয়ে থাকে ভর্তি কার্যক্রম ও নতুন শিক্ষা বর্ষের সূচনা।
এখনই যদি মাদ্রাসাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে খুলে না দেওয়া হয় , তাহলে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দুটি শিক্ষাবর্ষ ক্ষতিগ্রস্ত হবে। চ-মাদ্রাসাগুলো খুলে দিলে বৃহৎ আকারে দোয়া-রোনাজারি, খতম চালু হওয়ার সুযোগ হবে। যা এই মহামারী থেকে পরিত্রাণের জন্য কোরআন-হাদিসে বর্ণিত একটি প্রধানতম উপায়।
কুরআন-হাদীস চর্চার কেন্দ্রস্থল হাজার হাজার কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যেন ভেঙে না পড়ে, ২৫ লক্ষ শিক্ষার্থীর শিক্ষাজীবনের ছন্দ পতন ঠেকাতে
কওমী মাদরাসাসমূহ অবিলম্বে খুলে দেয়ার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি দাবী জানিয়েছেন মুফতি সাইফুল ইসলাম মাদানী।
সে ক্ষেত্রে অবশ্যই সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা, বিশেষভাবে, স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ ইত্যাদি সরবরাহ নিশ্চিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।
-এ
The post স্বাস্থ্য উপকরণ সরবরাহ নিশ্চিত করে মাদরাসা খুলে দেওয়ার আহ্বান কওমি কাউন্সিল বাংলাদেশের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%a8/
No comments:
Post a Comment