Saturday, May 23, 2020

জাফলংয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাতেহ ডেস্ক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জাফলং সীমান্তের ওপারে ডাউকি সেতুর কাছে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম কালা মিয়া (৩৭) এবং তিনি জাফলংয়ের নয়াবস্তির বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছে।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সূত্র জানায়, নিহত কালা মিয়া পেশায় পাথর শ্রমিক। তার লাশ এখনও সীমান্তের ওপারে আছে।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঠিক কী কারণে ওই ব্যক্তি সেখানে গিয়েছিলেন, তা খোঁজ নেয়া হচ্ছে।’ গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

The post জাফলংয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%82%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/

No comments:

Post a Comment