ফাতেহ ডেস্ক
সুন্দরবন উপকূলের আরো কাছাকাছি অবস্থান করছে সুপার সাইক্লোন ‘আমফান’। আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে শক্তিশালী এই ঘুর্ণিঝড় ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।
মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদ সংকেত অব্যাহত রয়েছে। অমাবস্যার প্রভাবে উপকূলীয় দ্বীপ ও চরাঞ্চলে নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০-১৫ ফুট জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘুর্ণিঝড়টি বর্তমানে মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৯০ কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় দুইশ’ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। উপকূলীয় জেলা ও দ্বীপ ও চরাঞ্চলেও ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। ঘূর্ণিঝড় অতিক্রমকালে এসব এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
-এ
The post ঘূর্ণিঝড় আমফান: মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%98%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%9d%e0%a7%9c-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%be/
No comments:
Post a Comment