Sunday, May 31, 2020

মিশরে নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামি

আন্তর্জাতিক ডেস্ক:

মিশরে নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামির রাজনৈতিক শাখা ‘বিল্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’। গতকাল শনিবার দলটিকে নিষিদ্ধ করে চূড়ান্ত রায় ঘোষণা করেছে মিশরের সর্বোচ্চ প্রশাসনিক আদালত। খবর আল জাজিরা।

খবরে বলা হয়, ‘দলটির যাবতীয় অর্থ বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’

মিশরের স্থানীয় পত্রিকা ‘আখবারুল ইয়াউম’ জানিয়েছে, ‘মিশরের সর্বোচ্চ প্রশাসনিক আদালতের রাজনৈতিক দল বিষয়ক কমিটি জামায়াতে ইসলামির রাজনৈতিক শাখা বিলুপ্ত করে দেয়ার আবেদন জানায়। কমিটির আবেদনের প্রেক্ষিতেই এই রায় ঘোষণা করেছে আদালত। তবে আদালতের এই রায়ের বিপক্ষে অন্য কোনো বিচারিক আদালতের কাছে আপিল করা যাবে না।

কমিটি স্পষ্ট জানিয়েছে, ‘সন্ত্রাসবাদী দলগুলোকে সহায়তা ও অর্থায়ন করার কারণে ‘বিল্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ নিষিদ্ধ করা হয়েছে।’ এর বেশি কিছু ব্যাখ্যা করে বলেনি কমিটি।

উল্লেখ্য, আরব বসন্তের পূর্ব পর্যন্ত মিশরে ইসলামি দল গঠন আইনগতভাবে নিষিদ্ধ ছিলো। আরব বসন্ত অনেক কিছুই বদলে দেয়। অনুমতি পায় ইসলামি দল গঠনও। তখন ২০১১ এর ২০ জুন ‘বিল্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ চালু করে জামায়াতে ইসলামি। পরবর্তীতে ব্রাদারহুডের বিশেষ মিত্র হিসেবে পরিচিত হয়ে উঠে দলটি।

রাকিব/

The post মিশরে নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be/

No comments:

Post a Comment