ফাতেহ ডেস্ক
ভারতের মুম্বাই শহরের ওযীর কম্পাউন্ড এলাকার মেহরাব মসজিদে হযরতের বড় ছেলে মাওলানা আহমাদ কাসেমীর ইমামতিতে সম্পন্ন হলো বিশ্বের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের প্রবীণ শিক্ষক ও শাইখুল হাদিস, মুহাক্কিক আলেম, গ্রন্থকার আল্লামা সাঈদ আহমাদ পালনপুরীর জানাযা।
ভারতের মুম্বাই শহরের উশিরওয়া মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
দারুল উলুম দেওবন্দের প্রায় একযুগ ধরে বুখারি শরিফের দরস দানকারী উস্তাযুল আসাতেযা শাইখুল হাদিস মুফতী সাঈদ আহমাদ পালনপুরীর ইন্তেকালে শোকাহত বিশ্বের সব আলেম উলামা ভক্তবৃন্দ।
মুফতি সাঈদ আহমাদ পালনপুরী গত ১৪ মে হটাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বার্ধক্য জনীত কারণে শারীরিক অবস্থার আরো অবনতি হলে আইসিউতে স্থানান্তর করা হয়। আজ তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
-এ
The post জানাযা শেষে মুম্বাই শহরের উশিরওয়া কবরস্থা শায়িত হলেন আল্লামা পালনপুরী রহ. appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87/
No comments:
Post a Comment