ফাতেহ ডেস্ক
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্য আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশবাসীর সঙ্গে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার পাশাপাশি দেশবাসীর কল্যাণ কামনা এবং করোনা পরিস্থিতিতে করণীয়সহ বিভিন্ন দিক নির্দেশনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন। বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওগুলোও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে।
শনিবার দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।
-এ
The post আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/
No comments:
Post a Comment