Thursday, November 26, 2020

অভ্যুত্থান ঘটানোর দায়ে ৩৩৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিল তুরস্ক

আন্তর্জতিক ডেস্ক:

২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানে জড়িত ৩৩৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত। এদের মধ্যে বহু সেনা কর্মকর্তাও রয়েছেন। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে উৎখাতে ওই ব্যর্থ অভ্যুত্থান সংগঠিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রেসিডেন্ট এরদোগানের অভিযোগ, এই অভ্যুত্থানের নেপথ্য ষড়যন্ত্রকারী ছিলেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলিম নেতা ফেতুল্লাহ গুলেন। ব্যর্থ এই অভ্যুত্থানে ২৫১ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয় দুই হাজারের বেশি মানুষ। এই ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার দায় অস্বীকার করে আসছেন গুলেন। তবে ওই ঘটনার পর দেশটিতে গণহারে গ্রেফতার শুরু হয়।

ওই ঘটনায় দায়ের করা মামলার বিচার শুরু হয় ২০১৭ সালের আগস্ট মাসে। আসামিদের বিরুদ্ধে প্রেসিডেন্ট এরদোয়ানকে হত্যা প্রচেষ্টা এবং সাংবিধানিক প্রতিষ্ঠান দখলের অভিযোগ আনা হয়।

বৃহস্পতিবার তুরস্কের সবচেয়ে বড় আদালত সিনকানে ওই মামলার রায় ঘোষণা করা হয়। সেসময় আদালত প্রাঙ্গণ ছিলো কানায় কানায় পূর্ণ।

উল্লেখ্য, অভ্যুত্থান শুরুর সময় অবকাশকালীন ছুটিতে ছিলেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। রাতভর অস্থিরতার পর এরদোগানের হাজার হাজার সমর্থক রাজপথে নেমে আসে। সেনা সদস্যদের মোকাবিলা করে তাদের ক্ষমতা দখল ঠেকিয়ে দেয় এসব সমর্থক।

The post অভ্যুত্থান ঘটানোর দায়ে ৩৩৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিল তুরস্ক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87-%e0%a7%a9/

No comments:

Post a Comment