Wednesday, November 25, 2020

উইঘুর মুসলিমদেরকে ‘নির্যাতিত’ বলে চীনের রোষানলে পোপ ফ্রান্সিস

আন্তর্জতিক ডেস্ক:

চীনের ধর্মীয় সংখ্যালঘু উইঘুর মুসলিমদেরকে ‘নির্যাতিত’ বলায় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের সমালোচনা করেছে চীন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনটি দাবি করা হয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াও লিজিয়ান সাংবাদিকদের কাছে দাবি করেন, পোপ ফ্রান্সিস যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। চীনে সমস্ত সম্প্রদায় উন্নয়ন এবং ধর্মীয় বিশ্বাসের পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং তারা তাদের অধিকার ভোগ করছে।

সম্প্রতি নিজের জীবনীকার অস্টেন আইভেরির সঙ্গে মিলে ‘লেট আস ড্রিম: দ্য পাথ টু এ বেটার ফিউচার’ শিরোনামে একটি বইটি লিখেছেন পোপ ফ্রান্সিস। ১৫০ পৃষ্ঠার ওই বইয়ে উইঘুরদের তিনি ‌‘নিপীড়িত’ জনগোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেন। তিনি লিখেছেন, ‘আমি মনে করি রোহিঙ্গা, দরিদ্র উইঘুর ও ইয়াজিদিরা নির্যাতিত জনগোষ্ঠী।’

তবে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই বন্দি শিবিরগুলির বিষয়ে উল্লেখ করেননি, যেখানে দশ লাখেরও বেশি উইঘুর মুসলমানকে বন্দি করে রাখছে তারা। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, চীনা বন্দিশিবিরগুলোতে ১০ লাখেরও বেশি উইঘুর মুসলিমকে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে। তবে সংবাদমাধ্যম উইঘুর টাইমস বলছে, এসব শিবিরে প্রকৃত বন্দির সংখ্যা ৩০ লাখ।

The post উইঘুর মুসলিমদেরকে ‘নির্যাতিত’ বলে চীনের রোষানলে পোপ ফ্রান্সিস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%89%e0%a6%87%e0%a6%98%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af/

No comments:

Post a Comment