Wednesday, November 25, 2020

এবার ‘রামের’ নামে অযোধ্যা বিমানবন্দর

আন্তরজাতিক ডেস্ক:

অযোধ্যা বিমানবন্দরের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। মঙ্গলবার যোগী আদিত্যনাথের উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা।

এক বিবৃতিতে জানানো হয়, রাজ্য সরকার অযোধ্যার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। অযোধ্যা শহরকে বিশ্বমানের ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরাই সরকারের লক্ষ্য। এজন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে একটি আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থার সাহায্যও নেয়া হবে।

উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য টুইটারে লেখেন- মন্ত্রিসভায় অযোধ্যা বিমানবন্দরের নাম পাল্টে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের নামে করার প্রস্তাব মঞ্জুর হয়েছে। আপনাদের সরকার শ্রীরাম লালার শহর অযোধ্যাকে বিশ্বমানের ধর্মীয় স্থান হিসেবে গড়ে তোলায় সংকল্পবদ্ধ।

The post এবার ‘রামের’ নামে অযোধ্যা বিমানবন্দর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%85%e0%a6%af%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af/

No comments:

Post a Comment